মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৩৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: (পাত্র ব্যতীত) সরাসরি মুখ দ্বারা পান করা।
৩৯। ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, (তোমরা পাত্র ব্যতীত সরাসরি) মুখ দ্বারা পান কর না। তবে তোমাদের কেউ (পান করতে চাইলে সে) যেন স্বীয় হস্তদ্বয় দ্বারা পান করবে।
(ইবন মাজাহ। আহমাদ (র)-এর বর্ণনায় হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأشربة
باب ما جاء فى الشرب كرعًا
عن ابن عمر (5) عن النبى صلى الله عليه وسلم قال لا تشربوا الكرع (6) ولكن ليشرب أحدكم فى كفيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৯ | মুসলিম বাংলা