মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৪২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: দুধ পান, দোহন করা ইত্যাদি প্রসঙ্গ।
৪২। আবদুল্লাহ ইবন বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ও আমার পিতা মু'আবিয়া (রা)-এর নিকট গেলাম। তিনি আমাদেরকে একটি বিছানায় বসালেন। তারপর আমাদের নিকট খাবার উপস্থিত করা হলে আমরা তা খেলাম। তারপর শরাব উপস্থিত করা হলে (সর্বপ্রথম) মু'আবিয়া (রা) তা পান করলেন। এরপর তিনি আমার পিতাকে দিলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এটা হারাম করার পর হতে আমি কখন তা পান করি নি। (সম্ভবত এটা আঙ্গুর ব্যতীত অন্য কিছু তৈরী নাবীয ছিল। মু'আবিয়া (রা) এটা হতে অল্পপরিমাণ পান করেছিলেন। যা সাধারণত নেশা সৃষ্টি করে না।) এরপর মু'আবিয়া (রা) বললেন, আমি কুরায়শ গোত্রে সর্বাধিক সুন্দর ও হাস্যোজ্জল যুবক ছিলাম। আমি যুবক বয়সে দুধ পানে অথবা এমন মিষ্টভাষী মানুষ দেখে যে আমার সঙ্গে মিষ্টভাষায় কথা বলে, যে পরিমাণ স্বাদ অনুভব করতাম, সেরুপ অন্য কিছুতে অনুভব করতাম না।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমদের বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমদের বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء فى اللبن وشربه وحلبه وغير ذلك
عن عبد الله بن بريدة (5) قال دخلت أنا وأبى على معاوية رضي الله عنه فأجلسنا على الفرش ثم أتينا بالطعام فأكلنا ثم أُتينا بالشراب فشرب معاوية ثم ناول أبى ثم قال (6) ما شربته منذ حرّمه رسول الله صلى الله عليه وسلم (7) ثم قال معاوية كنت أجمل شباب قريش وأجوده ثغرًا (8) وما شئ كنت أجد له لذة كما كنت أجده وأنا شاب غير اللبن أو إنسان حسن الحديث يحدثنى