মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৪৫
পানীয় অধ্যায়
হালাল ও হারাম নাবীয প্রসঙ্গ
পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
৪৫। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য (চামড়ার) মশকে নাবীয প্রস্তুত করতাম। আমরা রাতে এক মুষ্ঠি কিশমিশ বা একমুষ্ঠি নিয়ে মশকে ছেড়ে দিতাম। এরপর তাতে পানি ঢালতাম। রাসূলুল্লাহ (ﷺ) এটা দিনের বেলা পান করতেন। অথবা দিনের বেলা প্রস্তুত করলে রাত্রে পান করতেন।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب الأشربة
أبواب الأنبذة الجائزة والمحرمة
باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
عن عائشة رضي الله عنها (1) قالت كنا ننبذ للنبى صلى الله عليه وسلم فى سقاء فنأخذ من زبيب أو قبضة من تمر فنطرحها فى السقاء ثم نصب عليه الماء ليلًا (3) فيشربه نهارًا (4) أو نهارًا فيشربه ليلًا