মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৪৭
পানীয় অধ্যায়
হালাল ও হারাম নাবীয প্রসঙ্গ
পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
পরিচ্ছেদ : হালাল নাবীয, নবী (ﷺ)-এর জন্য কীভাবে নাবীয তৈরী করা হত এবং কোন বস্তু দ্বারা তৈরী করা হত?
৪৭। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য (কিশমিশ ভিজিয়ে) নাকী প্রস্তুত করা হত। বর্ণনাকারী বলেন, তিনি এটা সেদিন, পরের দিন, এবং তার পরের দিন বিকাল পর্যন্ত সময়ের ভিতর পান করতেন। এরপর (কিছু অবশিষ্ট থাকলে) তার ব্যাপারে নির্দেশ দিতেন, তখন সেটা কাউকে পান করানো হত বা ঢেলে ফেলা হত।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأشربة
أبواب الأنبذة الجائزة والمحرمة
باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
باب ما يجوز من ذلك وكيف كان ينبذ النبى صلى الله عليه وسلم ومن أى شئ كان نبيذه
عن ابن عباس (1) قال كان ينقع النبى صلى الله عليه وسلم الزبيب قال فيشربه اليوم والغد وبعد الغد إلى مساء الثالثة ثم يؤمر به فيسقى (2) أو يهراق