মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৫৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মশকের নাবীয। নবী (ﷺ) এটা হতে পান করতেন এবং এটা পসন্দ করতেন।
৫৩। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য চামড়ার মশকে নাবীয প্রস্তুত করা হত। যদি কোন মশক না পাওয়া যেত, তখন পাথর নির্মিত পাত্রে নাবীয প্রস্তুত করা হত। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোলস, খেজুর গাছের কাণ্ড হতে তৈরী পাত্র, মটকা এবং আলকাতরা লাগান পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأشربة
باب ما جاء فى نبيذ السقاية وشرب النبى صلى الله عليه وسلم منه واستحسانه
عن جابر (6) قال كان رسول الله صلى الله عليه وسلم ينتبذ له فى سقاء فإذا لم يكن له سقاء نبذ له فى تور (7) من برام، قال ونهى رسول الله صلى الله عليه وسلم عن الدّباء والنقير والجر والمزفت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৩ | মুসলিম বাংলা