মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৬৮
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৮। আবু কাতাদা (র) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর এবং কিশমিশ একত্র করে নাবীয তৈরী কর না। এগুলো দ্বারা পৃথক পৃথক নাবীয তৈরী কর। বর্ণনাকারী ইয়াহইয়া (র) বলেন, আমি এ সম্বন্ধে আবদুল্লাহ ইবন আবি কাতাদা (র)-কে জিজ্ঞাসা করলে তিনি তার পিতা সূত্রে এ ব্যাপারে সংবাদ দেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى قتادة (7) أن نبى الله صلى الله عليه وسلم قال لا تنبذوا الرطب والزهو والتمر والزبيب جميعًا وانتبذوا كل واحد على حد ذاته قال يحيى (8) فسالت عن ذلك عبد الله بن أبى قتادة فأخبرنى عن أبيه بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৮ | মুসলিম বাংলা