মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (নাবীয তৈরীর জন্য) সকল পাত্র নিষেধ করেছেন। তবে যে পাত্রের মুখবন্ধনী রয়েছে সেটা ব্যতিক্রম।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে 'যাবীবা' সম্বন্ধে হাফিয সুয়ূতী (র) বলেছেন, তিনি অজ্ঞাত।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن أبى هريرة (10) رضى الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الأوعية إلا وعاءًا يوكأ رأسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮২ | মুসলিম বাংলা