মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮৭। সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) উঠে খুতবাহ দিলেন। সে সময় তিনি কদুর খোলস ও আলকাতরাযুক্ত পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী 'বিকা ইবন ইয়াস'-কে আবূ হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন। এ ছাড়া অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن سمرة (10) قال قام النبي صلى الله عليه وسلم فخطب فنهى عن الدباء والمزفت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৭ | মুসলিম বাংলা