মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৯৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
৯৮। সালিম ইবন আবদিল্লাহ ইবন উমর (র) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম দ্বারা মদ হয়। খেজুর দ্বারা মদ হয়। যব দ্বারা মদ হয়। কিশমিশ দ্বারা মদ হয়। মধু দ্বারা মদ হয়।
(নাসাঈ। আহমাদ (র)-এর নিকট হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'ইবন লাহি'আ' বিতর্কিত। তবে নাসাঈ (র)- এর নিকট হাদীসটির সূত্র উত্তম।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن سالم بن عبد الله (5) بن عمر بن أبيه رضي الله تبارك وتعالى عنهم عن النبي صلى الله عليه وسلم أنه قال من الحنطة خمر ومن التمر خمر ومن الشعير خمر ومن الزبيب خمر ومن العسل خمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৮ | মুসলিম বাংলা