মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১০৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১০৮। শাহর ইবন হাওশাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মু সালামা (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক নেশাকারক ও দূর্বলকারক বস্তু হতে নিষেধ করেছেন।
(আবূ দাউদ। যায়নুদ্দীন ইরাকী (র) এবং হাফিয (র) হাদীসটির সনদকে সহীহ বলেছেন। এর সনদে বর্ণনাকারী শাহর ইবন হাওশাব-কে আহমাদ (র) ও ইয়াহয়া ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন। ইমাম তিরমিযী (র) তার হাদীসকে সহীহ বলে থাকেন।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن شهر بن حوشب (10) قال سمعت أم سلمة تقول نهى رسول صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৮ | মুসলিম বাংলা