মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১১৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১১৩। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি 'জায়শান' নামক স্থান হতে আসল। জায়শান হল ইয়ামানের একটি এলাকা। সে নবী (ﷺ)-কে এক বিশেষ শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করল, যা তারা নিজেরা শস্য হতে প্রস্তুত করে পান করত। এটাকে 'মিযর' বলা হত। নবী (ﷺ) বললেন, এটা কি নেশা সৃষ্টি করে? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যা নেশা সৃষ্টি করে তাই হারাম। আর আল্লাহর ওপর ওয়াদা রয়েছে যে, যে ব্যক্তি নেশাকর বস্তু পান করবে তাকে তিনি 'তীনাতুল খাবাল' পান করাবেন। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন, জাহান্নামীদের ঘাম অথবা বললেন, জাহান্নামীদের রক্ত ও পুঁজ।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن جابر بن عبد الله (5) أن رجل قدم من جيشان وجيشان من اليمن فسأل النبي صلى الله عليه وسلم عن شراء يشربونه يصنع بأيديهم من الذرة يقال له المزر (6) فقال النبي صلى الله عليه وسلم أمسكر هو؟ قال نعم، قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام وإن على الله عز وجل عهدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال (7) فقالوا يا رسول الله وما طينة الخبال؟ قال عرق أهل النار أو عصارة أهل النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান