মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১১৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ও তা পানকারীর প্রতি অভিশম্পাত এবং তাওবা না করলে পরকালের শরাব হতে তার বঞ্চিত হওয়া প্রসঙ্গ।
১১৮। আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল আস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কাউকে অনুগ্রহ করে খোঁটা দেয় এবং যে নিয়মিত মদ পান করে সে জান্নাতে যাবে না।
(নাসাঈ)
كتاب الأشربة
باب ما جاء في لعن الخمر وشاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
عن عبد الله بن عمرو بن العاص (2) عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة منان (3) ولا مدمن خمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান