মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২০। আবদুল্লাহ ইবন দায়লামী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল আস (রা)-এর নিকট উপস্থিত হলাম। সে সময় তিনি তায়িফে অবস্থিত তার 'ওয়াহত' নামক বাগানে ছিলেন। তিনি কুরায়শের এক যুবকের কটিদেশ আঁকড়ে ধরে রেখেছিলেন। সে মদ পানের অভিযোগে অভিযুক্ত ছিল। আমি বললাম, আমার নিকট আপনার বরাতে এই হাদীস পৌঁছেছে যে, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ চল্লিশ সকাল পর্যন্ত তার তাওবা কবুল করবেন না। হতভাগা সে, যে তার মায়ের পেটে হতভাগা হয়। আর যে বায়তুল মাকদিসে কেবল সালাত আদায়ের উদ্দেশ্যে আসে সে তার পাপসমূহ হতে বের হয়ে যাবে সদ্যভূমিষ্ঠ শিশুর ন্যায়। যখন যুবক মদের সম্পর্কিত আলোচনা শুনল তখন সে স্বীয় হাত আবদুল্লাহ ইবন 'আমর (রা)-এর হাত হতে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এরপর আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) বললেন, আমি কারো জন্য এটা বৈধ মনে করি না যে, সে আমার বরাতে এমন কথা বলবে যা আমি বলি নি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ চল্লিশ সকাল পর্যন্ত তার তাওবা কবুল করবেন না। এরপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করবেন। এরপর যদি আবার পান করে, তবে তার চল্লিশ সকাল পর্যন্ত কোন সালাত কবুল করা হবে না। তারপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করবেন। এরপর যদি আবার পান করে, (বর্ণনাকারী বলেন,) তবে আমি জানি না, তিনি তৃতীয়বারের ক্ষেত্রে, নাকি চতুর্থবারের ক্ষেত্রে বলেছেন, এরপর যদি আবার পান করে, তবে আল্লাহ অবশ্যই তাকে কিয়ামতের দিন 'রাদাগাতুল খাবাল' (জাহান্নামী লোকদের মল-মূল ও পুঁজের নহর) হতে পান করাবেন।
(হাকিম। তিনি বলেছেন, হাদীসটি সহীহ।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن عبد الله بن الديلي (2) قال دخلت على عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما وهو في حائط (3) له بالطائف يقال له والوهط (4) وهو مخاصر فتى من قريش يزن (5) بشرب الخمر فقلت بلغني عنك حديث أن من شرب شربة خمر لم يقبل الله له توبة أربعين صباحاً، وأن الشقي من شقي في بطن أمه، وأنه من أتى بيت المقدس لا ينهزه (6) إلا الصلاة فيه خرج من خطيئته مثل يوم ولدته أمه، فلما سمع الفتح ذكر الخمر اجتذب يده من يده ثم انطلق: ثم قال عبد الله بن عمرو إني لا أحل لأحد أن يقول على ما لم أقل (7) سمعت رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم يقول من شرب من الخمر شربة (8) لم تقبل له صلاة أربعين صباحا (9) فإن تابا تاب الله عليه، فإن عادل لم تقبل له صلاة أربعين صباحا، فان تاب تاب الله عليه، فإن عاد قال فلا أدري في الثالثة أو في الرابعة (10) فإن عاد كان حقا على الله أن يسقيه من ردغة (11) الخبال يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান