মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২৫। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হে লোকসকল! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হে লোকসকল! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন এমন দস্তরখানে না বসে, যেখানে মদ পরিবেশন করা হয়। এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ইযার ব্যতীত হাম্মামখানায় না যায়। আর যে, মহিলা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন হাম্মামখানায় প্রবেশ না করে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। তিনি হলেন 'কাসুল আজনাদ।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن عمر بن الخطاب (3) قال يا أيها الناس إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان يؤمن بالله (4) واليوم الآخر فلا يقعدن على مائدة يدار عليها الخمر (5) ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يدخل الحمام إلا بإزار، ومن كانت تؤمن بالله واليوم الآخر فلا تدخل الحمام
tahqiqতাহকীক:তাহকীক চলমান