মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১৬
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: গুলি বা এ জাতীয় বস্তু নিক্ষেপ করা নিষিদ্ধ।
১৬। আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে, এর দ্বারা কোন শত্রুকে প্রতিহত করা যায় না এবং কোন শিকারও মারা যায় না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب النهي عن الرمي بالبندق وما في معناه
عن عبد الله بن مغفل (13) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخذف وقال إنها لا ينكأ (1) بها عدو ولا يصاد بها صيد