মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১৮
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: গুলি বা এ জাতীয় বস্তু নিক্ষেপ করা নিষিদ্ধ।
১৮। সাবিত (র) থেকে বর্ণিত যে, আবূ বাকরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী বলেন,) একদা তাঁর এক চাচাত ভাই পাথর হাতে নিলে তিনি তাকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এটা নিষেধ করেছেন। কিন্তু সে নিক্ষেপ করল। এরপর তিনি বললেন, শুন! আমি কি তোমাকে জানাইনি যে, রাসূলুল্লাহ (ﷺ) এটা নিষেধ করেছেন? এরপরও তুমি পাথর নিক্ষেপ করছ? আল্লাহর শপথ! আমি যতদিন বেঁচে থাকি অথবা বললেন অবশিষ্ট থাকি অথবা এরূপ কিছু বললেন- কিছুতেই তোমার সঙ্গে কথা বলব না।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আবূ বাকরা (রা) হতে বর্ণনাকারী সাবিত-এর শ্রবণ সাব্যস্ত নেই।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আবূ বাকরা (রা) হতে বর্ণনাকারী সাবিত-এর শ্রবণ সাব্যস্ত নেই।)
كتاب الصيد والذبائح
باب النهي عن الرمي بالبندق وما في معناه
عن ثابت (6) أن أبا بكرة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخذف فأخذ ابن عم له فقال عن هذا وخذف، فقال ألا أراني أخبرك عن رسول الله صلى الله عليه وسلم نهى عنه وأنت تخذف؟ والله لا أكلمك عزمة (7) ما عشت أو بقيت أو نحو هذا