মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ১৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্ন দেখার সর্বোৎকৃষ্ট সময় এবং ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন বলার প্রতি কঠোরবাণী।
১৮। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বাধিক সত্য স্বপ্ন হল যা সাহরীর সময় দেখা হয়।
(তিরমিযী, ইবন হিব্বান, দারিমী, হাকিম, বায়হাকী। হাদীসটির সনদে বর্ণনাকারী দাবরাজ ইবন আবু সামাহ বিতর্কিত। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(তিরমিযী, ইবন হিব্বান, দারিমী, হাকিম, বায়হাকী। হাদীসটির সনদে বর্ণনাকারী দাবরাজ ইবন আবু সামাহ বিতর্কিত। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب تعبير الرؤيا
باب أحسن أوقات الرؤيا ووعيد من كذب في الرؤيا متعمدًا
عن أبي سعيد الخدري (8) قال قال رسول الله صلى الله عليه وسلم أصدق الرؤيا بالأسحار (9)