মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং:
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
অধ্যায়: শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান

প্রথম পরিচ্ছেদে: একক কর্ম দিয়ে; দ্বিতীয় পরিচ্ছেদে: দ্বৈত কর্ম দিয়ে এবং তৃতীয় পরিচ্ছেদে: তিনটি কাজে উৎসাহ প্রদানের উল্লেখ করা হবে।

প্রথম পরিচ্ছেদ: একক বিষয় সম্পর্কে যা এসেছে
৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেছেন, যখন তুমি কোন ব্যক্তিকে একথা বলতে শুনবে, 'মানুষ ধ্বংস হোক।' তখন জেনে রেখো, সে সর্বাপেক্ষা অধিক ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات

مبدئا بالترغيبات المفردات في الباب الأول وبالثنائيات في الثاني وبالثلاثيات في الثالث وهكذا

باب ما جاء في المفردات
وعنه أيضا (10) أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعت الرجل يقول هلك الناس (1) فهو أهلكهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান