মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ১৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: এমন দ্বৈত বিষয় যেখানে প্রথমে সংখ্যা উল্লেখ করা হয়েছে
১৮. 'উকবা ইবন 'আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, দু'টি আত্মমর্যাদাবোধ জনিত ক্রোধ, যার একটিকে আল্লাহ্ তা'আলা পছন্দ করেন এবং অন্যটিকে অপছন্দ করেন। আর দুটি অহংকার, যার একটিকে আল্লাহ্ পছন্দ করেন এবং অন্যটিকে আল্লাহ্ অপছন্দ করেন। সন্দেহস্থলে আত্মমর্যাদাবোধের রাগকে আল্লাহ পছন্দ করেন, এ ছাড়া অন্য যে কোন রাগকে আল্লাহ্ অপছন্দ করেন অহংকার যদি দানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আল্লাহ্ সেটা পছন্দ করেন, আর যদি তা গর্ব প্রকাশের অহংকারের জন্য হয়, তবে আল্লাহ তা অপছন্দ করেন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثنائيات المبدوءة بعدد
عن عقبة بن عامر الجهني (9) قال قال رسول الله صلى الله عليه وسلم غيرتان أحداهما يحبها الله عز وجل والأخرى يبغضها الله ومخيلتان احداهما يحبها الله عز وجل والأخرى يبغضها الله الغيرة في الريبة يحبها الله عز وجل (10) والغيرة في غيره يبغضها الله (1) والمخيلة إذا تصدق الرجل يحبها الله (2) والمخيلة في الكبر يبغضها الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান