মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
কিতাবের পঞ্চম ভাগ ভীতি প্রদর্শনবিষয়ক হাদিস সমূহ নিয়ে
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
৬. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন যে, যখন যমীনে নানা প্রকার পাপ কাজ প্রসারিত হবে, তখন আল্লাহ্ যমীনের অধিবাসীদের উপর কঠোর বিপদ নাযিল করবেন। 'আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, সেখানে আল্লাহ্ তা'আলার প্রতি আনুগত্যশীল লোকেরা অবস্থান করা সত্ত্বেও? তিনি বললেন, হ্যাঁ, পরবর্তীতে তারা আল্লাহর রহমতপ্রাপ্ত হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
القسم الخامس من الكتاب قسم الترهيب
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
عن عائشة (9) رضي الله عنها تبلغ به النبي صلى الله عليه وسلم إذا ظهر السوء في الأرض (10) أنزل الله بأهل الأرض بأسه قالت وفيهم أهل طاعة الله عز وجل؟ قال نعم ثم يصيرون إلى رحمة الله تعالى