মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
কিতাবের পঞ্চম ভাগ ভীতি প্রদর্শনবিষয়ক হাদিস সমূহ নিয়ে

অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা

পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
১০. আলী ইবন খালিদ (রা) থেকে বর্ণিত। আবূ আমামা আল-বাহেলী (র) একদা খালিদ ইবন ইয়াযীদ ইবন মুয়াবীয়ার নিকট দিয়ে অতিক্রম কালে তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কোমল কথা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি, জেনে রাখ, তোমাদের প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, তবে সে ব্যতিত যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে এমনভাবে বের হয়ে যায়, সেভাবে শক্তিশালী উট তার ঘর থেকে বের হয়ে যায়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
القسم الخامس من الكتاب قسم الترهيب

كتاب الكبائر وأنواع اخرى من المعاصي

باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
عن علي بن خالد (4) أن أبا امامة الباهلي مر على خالد بن يزيد بن معاوية فسأله عن الين كلمة سمعها من رسول الله صلى الله عليه وسلم فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا كلكم دخل الجنة الا من شرد على الله (5) شراد البعير (6) على أهله
tahqiqতাহকীক:তাহকীক চলমান