মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কবিরা গুনাহ সংক্রান্ত স্বভাব থেকে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীদের শাস্তি সম্পর্কে যা এসেছে
১২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, চোর যখন চুরি করে, তখন সে মুমিন থাকে না; ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। মদপানকারী যখন মদপান করে, তখন সে মুমিন থাকে না, গনিমতের মাল বণ্টন করার পূর্বে যে চুরি করে, সে মুমিন থাকে না। ছিনতাইকারী যখন ছিনতাই করে, তখন সে মুমিন থাকে না, আতা (রা) বলেন, যে কেউ এমন কিছু ছিনতাই করবে, যে জিনিসের দিকে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, তখন সে মুমিন থাকে না। বাহায বলেন, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এরূপ স্বভাবের কারণে তার থেকে ঈমান উঠিয়ে নেয়া হয়। যদি সে উত্তমভাবে তাওবা করে, তবে আল্লাহ্ তার তাওবা কবুল করেন (আর তখন তার কাছে ঈমান ফিরে আসে)।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من خصال من كبريات المعاصي مجتمعة ووعيد فاعلها
عن أبي هريرة رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لا يسرق حين يسرق وهو مؤمن ولا يزنى حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يغل حين يغل وهو مؤمن (10) ولا ينتهب حين ينتهب وهو مؤمن وقال عطاء ولا ينتهب نهبة ذات شرف (11) وهو مؤمن قال بهز فقيل له قال إنه ينتزع منه الايمان (12) فإن تاب تاب الله عليه