মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কবিরা গুনাহ সংক্রান্ত স্বভাব থেকে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীদের শাস্তি সম্পর্কে যা এসেছে
১৯. সালামা ইবন কায়স আল-আশজায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের দিন বলেন, সাবধান কবিরা গুনাহ হলো চারটি: আল্লাহর সাথে কোন কিছু শিরক করা, আল্লাহর হারাম করা কোন প্রাণকে অকারণে বধ করা, ব্যভিচারে লিপ্ত হওয়া এবং চুরি করা। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে শোনার পর থেকে আমি এগুলোর প্রতি সবচেয়ে বেশি ঘৃণা পোষণ করি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من خصال من كبريات المعاصي مجتمعة ووعيد فاعلها
عن سلمة بن قيس الأشجعي (5) قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع الا انما هن أربع (6) أن لا تشركوا بالله شيئا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ولا تزنوا ولا تسرقوا قال فما أنا بأشح عليهن مني اذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৯ | মুসলিম বাংলা