মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ২২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : পিতা-মাতার অবাধ্য হওয়ার প্রতি ভয় প্রদর্শন
২২. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার মা, বাবাকে গালি দেয় সে অভিশপ্ত।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من عقوق الوالدين
عن ابن عباس (6) قال قال النبي صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه