মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অধ্যায়- রসনার ক্ষতি সম্পর্কে

পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৬. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) এক বেদুঈনকে কিছু নেক আমল করার নির্দেশ দেন। তাতে ছিল- সৎকাজের আদেশ দাও ও অন্যায় কাজে নিষেধ কর, তাতে যদি সমর্থ্য না হও, তাহলে কল্যাণের কথা ছাড়া সবকিছু থেকে জিহ্বাকে বিরত রাখো।
كتاب آفات اللسان
كتاب آفات اللسان

باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
عن البراء بن عازب (3) أن النبي صلى الله عليه وسلم أمر أعرابيا بخصال من أنواع البر (فيها) وأمر بالمعروف وانه عن المنكر فان لم تطق ذلك فكف لسانك إلا من الخير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬ | মুসলিম বাংলা