মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অধ্যায়- রসনার ক্ষতি সম্পর্কে

পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১০. মুহাম্মদ ইব্‌ন 'আবদুর রহমান আত-তুফাউয়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু গদীয়া, ও হাবিব ইব্‌ন হারিছ ও উম্মে আবু আলীয়া হিজরত করে মদীনায় রাসূলের নিকট এসে ইসলাম গ্রহণ করেন। তখন মহিলাটি বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে অসিয়ত করুন। রাসূল (ﷺ) বললেন, তুমি অন্যের কাছ থেকে মন্দ কথা শুনা থেকে তোমার কানকে হিফাজত রাখ।
كتاب آفات اللسان
كتاب آفات اللسان

باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
عن محمد بن عبد الرحمن الطفاوى (5) قال خرج أبو الغادية (6) وحبيب بن الحارث وأم أبي العالية مهاجرين الى رسول الله صلى الله عليه وسلم فأسلموا فقالت المرأة أوصني يا رسول الله قال إياك (7) وما يسوء الأذن
tahqiqতাহকীক:তাহকীক চলমান