মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
১৭. আবু হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তোমরা কি জান, গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের এমন প্রসংগ আলোচনা করা, যা তার মধ্যে নেই। সে বললো, আমি যা বললাম, যদি তা তার মধ্যে থাকে, তাহলে? তিনি বললেন, যে সব দোষ তুমি বর্ণনা করেছ, তা যদি সত্যিই তার মধ্যে থেকে থাকে, তবেই তো তার গীবত করলে; আর যদি তার মধ্যে সেসব দোষ না থাকে, তবে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن أبي هريرة (8) عن النبي صلى الله عليه وسلم قال هل تدرون ما الغيابة (9) قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما ليس فيه قال أرأيت ان كان في اخي ما أقول له؟ قال ان كان فيه ما تقول فقد اغتبته وان لم يكن فيه فقد بهته