মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অধ্যায় প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে
পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
১. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বরেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর চেয়ে বেশি কেউ মর্যাদাবোধ সম্পন্ন নেই। যে কারণে তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সমস্ত অশ্লীল কাজ হারাম করেছেন। আর আল্লাহ্ তা'আলার মত প্রশংসাপ্রিয় ব্যক্তি আর কেউ নেই।
তাঁর দ্বিতীয় বর্ণনায় অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে, তবে সেখানে অতিরিক্ত আছে, এজন্যই আল্লাহ তা'আলা নিজ স্বত্ত্বার প্রশংসা করেছেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে, তবে সেখানে অতিরিক্ত আছে, এজন্যই আল্লাহ তা'আলা নিজ স্বত্ত্বার প্রশংসা করেছেন।
كتاب المدح والذم
كتاب المدح والذم
باب ما يجوز من المدح
باب ما يجوز من المدح
عن عبد الله (7) قال قال رسول الله صلى الله عليه وسلم لا أحد أغير من الله عز وجل فلذلك حرم الفواحش ما ظهر منها وما بطن ولا أحد أحب إليه المدح من الله عز وجل (وعنه من طريق ثان مثله) (8) وزاد (ولذلك مدح نفسه) بعد قوله من الله عز وجل