মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অধ্যায় প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে
পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
৪. আবু বকর ইবন আবূ যুহায়র (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে 'নাবাআহ' বা 'নাবাওয়াত' নামক স্থানে বলতে শুনেছি -নাফের সন্দেহ- 'নাবাওয়াহ' তায়েফের একটি স্থানের নাম। তিনি বলেছিলেন, হে মানুষ! তোমরা অচিরেই জান্নাতী লোকদেরকে জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে, অথবা তোমাদের খারাপ লোকদের থেকে ভাল লোকদেরকে। তখন লোকদের মধ্যে থেকে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তা কিভাবে? তিনি বললেন, সুপ্রশংসা ও কুপ্রশংসা দ্বারা। তোমরা পৃথিবীতে পরস্পর পরস্পরের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হতে নিযুক্ত সাক্ষী।
كتاب المدح والذم
كتاب المدح والذم
باب ما يجوز من المدح
باب ما يجوز من المدح
عن أبي بكر بن زهير (8) الثقفي عن أبيه قال سمعت النبي صلى الله عليه وسلم بالنباءة أو النباوة (1) شك نافع من الطائف وهو يقول يا أيها الناس انكم توشكون ان تعرفوا اهل الجنة من اهل النار أو قال خياركم من شراركم قال فقال رجل من الناس بم يا رسول الله؟ قال بالثناء السيء والثناء الحسن (2) وأنتم شهداء الله بعضكم على بعض