মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
১২. আবূ বাকরা (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, অবশ্যই তোমাদের কেউ যেন একথা না বলে যে, আমি সমস্ত রমযানে কিয়াম করেছি, অথবা রোযা রেখেছি। -বর্ণনাকারী বলেন, আমি জানিনা তিনি তাযকীয়া অপছন্দ করেছেন কিনা?- কারণ কখনও না কখনো মানুষ গাফলতী অথবা শয়ন করতে বাধ্য হয়।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن أبي بكرة (2) عن النبي قال لا يقولن أحدكم اني قمت رمضان كله أو صمته قال فلا ادري (3) أكره التزكية ام لا فلا بد من غفلة أو رقدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা