মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫. 'আবদুর রহমান ইব্ন শিবল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুষ্কর্মকারীরা জাহান্নামবাসী হবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হলো, দুষ্কর্মকারী কারা? তিনি বললেন, মহিলারা। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। তারা কি আমাদের মা, বোন, স্ত্রী নয়? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু তাদেরকে দেওয়া হলেও তারা শোকর করে না এবং পরীক্ষা করা হলে ধৈর্যধারণ করে না।
كتاب المدح والذم
باب ما جاء في ذم النساء
عن عبد الرحمن بن شبل (10) قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفساق هم أهل النار قيل يا رسول الله ومن الفساق؟ قال النساء وقال رجل يا رسول الله أو لسن أمهاتنا وأخواتنا وأزواجنا قال بلى ولكنهن إذا أعطين لم يشكرن (1) واذا ابتلين لم يصبرن