মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৭. 'উমারা ইবন খুযায়মা ইবন ছাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আমর ইবনুল 'আস (রা)-এর সাথে হজ্জের সময় মাররুজ জাহরান নামক স্থানে ছিলাম। তখন একজন নারী তার হাওদাজে (অন্য বর্ণনায় একজন নারী তার হাতে আংটি ও এক প্রকার সাজ সজ্জা পরিহত অবস্থায় ছিল।) এবং তার হাত হাওদাজে রেখেছিল। তখন তিনি (আমর) পাহাড়ের মধ্যে দিয়ে নিচে প্রবেশ করলেন, (অর্থাৎ নারী যে পথে ছিল, সে পথ পরিবর্তন করে অন্য পথে চললেন) এবং আমরাও তার সাথে প্রবেশ করলাম। তিনি বললেন, আমরা এ স্থানে রাসূল (ﷺ)-এর সাথে ছিলাম। সে সময় আমরা সেখানে অনেকগুলো কাক দেখতে পেলাম। তার মধ্যে দু'ডানা বিশিষ্ট একটি সাদা কাক দেখতে পেলাম। তার ঠোট ও দু পা ছিল লাল রংয়ের, তখন রাসূল (ﷺ) বললেন, এ কাক জাতির মধ্যে থেকে একেকটি যে রকম ভিন্নতর, মহিলাদের মধ্যেও এ রকম ভিন্নতর যারা, তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে (অর্থাৎ স্বল্প সংখ্যক নারী। কারণ এ রংয়ের কাকের সংখ্যা খুবই কম হয়।)
كتاب المدح والذم
باب ما جاء في ذم النساء
عن عمارة بن خزيمة بن ثابت (3) قال كنا مع عمرو بن العاص (رضي الله عنه) في حج حتى اذا كنا يمر الظهران فإذ امرأة في هودجها (وفي رواية فإذا امرأة في يديها حبائرها (4) وخواتيمها) قد وضعت يديها على هودجها (5) قال فمال فدخل الشعب (6) فدخلنا معه فقال كنا مع رسول الله صلى الله عليه وسلم في هذا المكان فإذا نحن بغربان كثيرة فيها غراب أعصم (7) أحمر المنقار والرجلين فقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من النساء الا مثل هذا الغراب في هذه الغربان