মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: আ'শার কাহিনী
২০. নাদলা ইবন তারিফ (র) বলেন, এক লোককে 'আ'শা' বলা হতো, তার নাম ছিল 'আবদুল্লাহ ইবন আওয়ার। তার একজন স্ত্রী ছিল, তাকে বলা হত 'মুয়াযাহ'। লোকটি খাদ্যের তালাশে রজব মাসে 'হাজার' নামক স্থান থেকে বের হয়ে পড়লো। তখন তার স্ত্রী তার অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে মুতাররিফ ইবন বুহসল-এর কাছে আশ্রয় নেয়। লোকটি মহিলাকে তার বাহনের পিছনে লুকিয়ে রাখলো। তারপর যখন স্বামী ফিরে এসে তার স্ত্রীকে ঘরে পেল না, আর তাকে বলা হলো, তার স্ত্রী অবাধ্য হয়ে চলে গেছে এবং সে এখন মুতাররিফ ইব্‌ন বুহসলের আশ্রয়ে রয়েছে, লোকটি তখন তার কাছে গিয়ে বললো, হে চাচাত ভাই! তোমার নিকট কি আমার স্ত্রী মুয়াযাহ আছে? যদি সে থাকে, তবে তাকে আমার নিকট দিয়ে দাও। লোকটি বললো, সে আমার নিকট নেই, আর থাকতও আমি তাকে ফেরত দিতাম না। মুতাররিফ ছিল তার চেয়ে প্রভাবশালী ব্যক্তি। তখন তিনি নবী (ﷺ)-এর কাছে এসে আশ্রয় চাইলো এবং বলতে লাগলো, হে মানুষের সর্দার, আরবদের উপর ক্ষমতাবান, আপনার কাছে আমি এক মন্দ স্বভাব নারীর খিয়ানতের ব্যাপারে অভিযোগ করছি, যে কাল নেকড়ের মত মরীচিকার ছায়ায় লুকিয়ে পড়েছে। আমি যখন রজব মাসে তার খাবারের তালাশে বের হই, তখন সে আমার সাথে ঝগড়া করে বের হয়ে যায়, এবং অঙ্গিকার ভংগ করে। তারপর সে লেজ দিয়ে নিজেকে পেছিয়ে রাখলো। আর আমাকে ঘন জঙ্গল পূর্ণ গাছের মাঝখানে ফেলে গেলো, আর এ জাতীয় মহিলারা, যে বিজয়ী হয় খুব খারাপ ভাবেই তার পক্ষ অবলম্বন করে। তখন রাসূল (ﷺ) বললেন, আসলেই তারা যে বিজয়ী হয় খুব খারাপ ভাবেই তার পক্ষ অবলম্বন করে। তখন মহিলা রাসূল (ﷺ)-এর কাছে অভিযোগ করে বললো, সে তার সাথে খারাপ ব্যবহার করেছে। সে এটাও জানালো যে, সে তাদের মধ্য থেকে মুতাররিফ ইবন বহসুলের আশ্রয়ে আছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) মুতাররিফের কাছে লিখলেন যে, অমুকের স্ত্রী মুয়াযাকে তুমি ফেরত দাও। রাসূল (ﷺ)-এর চিঠি তার কাছে পৌঁছলে তাকে তা পড়ে শুনানো হলে সে বললো, হে মুয়াযা! এটা রাসূল (ﷺ)-এর চিঠি আমি তোমাকে তার কাছে হস্তান্তর করছি। তখন মহিলা বললো যে, আগে তার কাছ থেকে ওয়াদা এবং নবী (ﷺ)-এর পক্ষ থেকে এ কথা আদায় কর যে, আমি যা করেছি, তার জন্য আমাকে শাস্তি দেয়া হবে না, মুতাররিফ তখন এ অংগিকার আদায় করার পর তাকে ফেরত দিলো। তখন সে বলতে লাগলো, আমি শপথ করে বলছি, কোন কুচক্রির কুমন্ত্রণা এবং কোন পুরনো অংগিকারের কারণে মুয়াযার প্রতি আমার ভালবাসায় ফাটল ধরবেনা। অনুরূপভাবে সে যে অন্যায় করেছে তার সংশোধন করে নেওয়ার পর, তাও তাকে আমার ভালবাসা থেকে দূরে সরাতে পারবে না। যদিও তাকে আমার অনুপস্থিতিতে পথভ্রষ্ট লোকেরা পরামর্শ দিয়ে পথভ্রষ্ট করেছিল।
দ্বিতীয় বর্ণনায় এসেছে 'আশা আল মাযেনী বলেছেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে আবৃত্তি করলাম, হে মানুষের মালিক ও আরবদের বিচারক, আমি এক মন্দ স্বভাব নারীর সম্মুখীন হয়েছি, আমি যখন রজব মাসে তার জন্য খাবারের তালাশে বের হই, তখন সে আমার সাথে ঝগড়া করে বের হয়ে যায়, এবং অঙ্গিকার ভংগ করে। তারপর সে লেজ দিয়ে নিজেকে পেঁচিয়ে রাখলো। আর এ জাতীয় মহিলারা, যে বিজয়ী হয় খুব খারাপ ভাবেই তার পক্ষ অবলম্বন করে। তখন রাসূল (ﷺ) বললেন, আসলেই তারা যে বিজয়ী হয় খুব খারাপ ভাবেই তার পক্ষ অবলম্বন করে।
كتاب المدح والذم
فصل منه في قصة الأعشى عبد الله بن الأعور مع زوجته معاذة
عن نضلة بن طريف) (1) أن رجلا منهم يقال له الأعشى واسمه عبد الله بن الأعور كانت عنده امرأة يقال لها معاذة خرج في رجب يمير (2) أهله من هجر فهربت امرأته بعده ناشرا عليه (3) فعاذت برجل منهم يقال له مطرف بن بهصل بن كعب بن قميشع بن دلف بن أهصم بن عبد الله بن الحرماز فجعلها خلف ظهره فلما قدم ولم يجدها في بيته وأخبر انها نشزت عليه وانها عادت بمطرف بن بهصل فأتاه فقال يا ابن العم أعندك امرأتي معاذة فادفعها إلى؟ فقال ليست عندي ولو كانت عندي لم أدفعها اليك قال وكان مطرف أعز منه فخرج حتى أتى النبي صلى الله عليه وسلم فعاذبه وأنشأ يقول:
يا سيد الناس وديان (4) العرب ... اليك اشكو ذربة (5) من الذرب
كالذئبة الغبشاء (6) في ظل السرب (7) ... خرجت أبغيها الطعام (8) في رجب
فخلقتني (9) بنزاع وهرب ... أخلفت العهد ولطت (10) بالذنب
وقذفتني بين عيص (11) مؤتشب ... وهن شر غالب لمن غلب (12)
فقال النبي صلى الله عليه وسلم عند ذلك وهن شر غالب لمن غلب فشكا اليه امرأته وما صنعت به وأنه عند رجل منهم يقال له مطرف بن بهصل فكتب له النبي صلى الله عليه وسلم إلى مطرف انظر امرأة هذا (1) معاذة فادفعها اليه فأتاه كتاب النبي صلى الله عليه وسلم فقرئ عليه فقال لها يا معاذة هذا كتاب النبي صلى الله عليه وسلم فيك فأنا دافعك اليه قالت خذ لي عليه العهد والميثاق وذمة نبيه لا يعاقبني فيما صنعت فأخذ لها ذلك عليه ودفعها مطرف اليه فأنشأ يقول:
لعمرك ما حبي معاذة بالذي ... يغيره الواشي (2) ولا قدم العهد
ولا سوء ما جاءت به اذ أزالها ... غواة الرجال إذ يناجونها (3) بعدي
(ومن طريق ثان) (4) عن صدقة بن طيسلة حدثني معن بن ثعلبة المازني والحي بعد (5) قال حدثني الأعشى المازني قال اتيت النبي صلى الله عليه وسلم فأنشدته:
يا مالك الناس وديان العرب ... اني لقيت ذربة من الذرب
غدوت أبغيها الطعام في رجب ... فخلفتني بنزاع وهرب
أخلفت العهد ولطت بالذنب ... وهن شر غالب لمن غلب
قال فجعل يقول النبي صلى الله عليه وسلم عند ذلك وهن شر غالب لمن غلب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা