মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : রাষ্ট্রীয় দায়িত্বে নারীদেরকে নিযুক্ত করা অকল্যাণকর
২২. তাঁর থেকে আরো বর্ণিত। পারস্য থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর নবী! আমার রব আল্লাহ্ তা'আলা তাকে ধ্বংস করেছেন (অর্থাৎ আল্লাহ তা'আলা পারস্য সম্রাটকে রাসূলের দু'আয় ধ্বংস করেছেন।) বর্ণনাকারী বলেন, নবী করিম (ﷺ) কে বলা হলো, সে তার কন্যাকে শাসক বানিয়েছে। পুনরায় নবী করিম (ﷺ) বলেন, যে জাতি নারীকে নিজেদের শাসক বানায়, সে জাতির কখনও কল্যাণ হতে পারে না।
كتاب المدح والذم
فصل منه أيضا في عدم صلاحية النساء لولاية الأمور
وعنه أيضا (2) أن رجلا من أهل فارس أتى النبي صلى الله عليه وسلم فقال (أي النبي صلى الله عليه وسلم) إن ربي تبارك وتعالى قد قتل ربك (3) قال وقيل له يعني النبي صلى الله عليه وسلم انه قد استخلف ابنته قال فقال لا يفلح قوم تملكهم امرأة