মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
২৮. মুতাররিফ ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথীদের একজন সাহাবীকে হাদীস বলতে শুনেছেন। তিনি বলেন কুফায় এক আমীর ছিলেন। বর্ণনাকারী বলেন, তিনি একদিন খুতবা দিলেন এবং বললেন, সম্পদ দান করা এবং তা ধরে রাখার মধ্যেও ফিত্না রয়েছে। (অর্থাৎ সন্তুষ্ট চিত্তে দান না করা, বরং অধিক পাওয়ার উদ্দেশ্য থাকা, আর মাল ধরে রাখলে কার্পণ্য সৃষ্টি হবে এবং ন্যায়ভাবে বণ্টন হবে না) রাসূলুল্লাহ (ﷺ)ও দাঁড়িয়ে তাঁর খুতবার মধ্যে এ কথাই বলেছিলেন, তারপর তিনি তাঁর খুত্বা শেষ করেন।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن مطرف بن عبد الله بن الشخير (8) يحدث عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال كان بالكوفة أمير قال فخطب يوما فقال في اعطاء هذا المال فتنة وفي امساكه فتنة (9) وبذلك قام به رسول الله صلى الله عليه وسلم في خطبته (10) حتى فرغ ثم نزل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা