মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩০. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আহলে সুফফার একজন সাহাবী মৃত্যুবরণ করেন। তিনি দুটি দীনার, অথবা দুটি দিরহাম রেখে যান (যা গনিমতের মাল থেকে খেয়ানত করে নেওয়া হয়েছিল)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এগুলো জাহান্নামের দুটি অঙ্গার। তোমাদের সাথীর উপর তোমরাই জানাযার নামায পড়।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن علي رضي الله عنه (7) قال مات رجل من أهل الصفة وترك دينارين أو درهمين فقال رسول الله صلى الله عليه وسلم كيتان صلوا على صاحبكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩০ | মুসলিম বাংলা