মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩৩. আবু সালামা (রা) থেকে বর্ণিত। 'আয়েশা (রা) বলেন, রাসূল (ﷺ) যে অসুস্থ অবস্থায় মারা যান সেই অসুস্থতার সময় তিনি বলেছিলেন, হে আয়েশা, স্বর্ণের দীনারগুলো কি করেছ? তখন 'আয়েশা (রা) পাঁচ থেকে সাত অথবা আট অথবা নয়টি দীনার নিয়ে আসলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে ওলট-পালট করে বলেন, এই দিনারগুলো নিয়ে আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করবেন মোহাম্মদ (ﷺ)? এগুলো খরচ করে ফেল।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن أبي سلمة (12) قالت عائشة قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي مات فيه يا عائشه ما فعلت الذهب؟ فجاءت (1) ما بين الخمسة إلى السبعة أو الثمانية أو التسعة (2) فجعل يقلبها بيده ويقول ماظن محمد بالله عز وجل لو لقيه وهذه عنده أنفقها