মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩৬. যায়দ ইবন আসলাম বনি সালেমের এক ব্যক্তি থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী করিম (ﷺ)-এর নিকট এক খণ্ড রূপা নিয়ে আসেন তারপর বলেন, এটা আমাদের এক খনি থেকে পেয়েছি। তখন নবী করিম (ﷺ) বলেন, অচিরেই হিরা বা জহরতের অনেক খনি পাওয়া যাবে। নিকৃষ্ট লোকেরা সেসব স্থানে হাজির হবে (অর্থাৎ তা বের করার জন্য ফিত্না থেকে হত্যা শুরু হবে। সুতরাং তোমরা এর নিকটবর্তী হবে না)।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن زيد بن أسلم (7) عن رجل من بني سليم عن جده انه اتى النبي صلى الله عليه وسلم بفضة فقال هذه من معدن لنا فقال النبي صلى الله عليه وسلم ستكون معادن (8) يحضرها شرار الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান