মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : দুনিয়ার নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৪৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি ছাওবানকে বলেন, হে ছাওবান, তোমার অবস্থা কেমন হবে যখন অন্য জাতিরা তোমাদের উপর এমনভাবে হামলে পড়বে, যেভাবে তোমরা খাওয়ার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ো। ছাওবান (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, সে সময় কি আমাদের সংখ্যা কম হবে? তিনি বললেন, না, তোমাদের সংখ্যা অধিক হবে। কিন্তু তোমাদের অন্তরে দুর্বলতা এসে পড়বে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সেই দুর্বলতা কি? তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালবাসা ও যুদ্ধ অপছন্দ করা।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الدنيا
عن أبي هريرة (1) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لثوبان كيف أنت يا ثوبان اذا تداعت عليكم الأمم كتداعيكم على قصعة الطعام يصيبون منه؟ قال ثوبان بأبي وأمي يا رسول الله من قلة بنا؟ قال لا أنتم يومئذ كثير ولكن يلقى في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله؟ قال حبكم الدنيا وكراهيتكم للقتال