মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : দুনিয়ার নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৪৭. 'আউফ ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বললেন, তোমরা কি দারিদ্র বা অভাবের ভয় করছ? অথবা দুনিয়া কি তোমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? আল্লাহ তা'আলা পারস্য ও রোম দেশকে তোমাদের পদানত করে দেবেন। এবং তোমাদের উপর প্রচুর পরিমাণে দুনিয়াকে ঢেলে দিবেন। যদি আমার পরে কোন কিছু তোমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে তাহলে এই দুনিয়াই করবে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الدنيا
عن عوف بن مالك (6) قال ان رسول الله صلى الله عليه وسلم قام في اصحابه فقال الفقر تخافون أو العوز أو تهمكم الدنيا فإن الله فاتح لكم أرض فارس والروم وتصب عليكم الدنيا صبا حتى لا يزبغكم (7) بعدي إن أزاغكم ألا هي