মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৫৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ : আল্লাহর নিকট দুনিয়া মূল্যহীন ও তুচ্ছ হওয়ার উদাহরণ
৫৫. উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আদম সন্তানের খাবারের সাথে দুনিয়ার তুলনা করা যায়। যদিও সে তাতে মসলা ও লবণ ব্যবহার করে, কিন্তু দেখ সেটা সবশেষে কিসে রূপান্তরিত হয়ে যায়?
كتاب المدح والذم
فصل منه في مثل الدنيا عند الله وهوانها عليه
عن أبي بن كعب (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ان مطعم ابن آدم جعل مثلا للدنيا وان قزحة (2) وملحه فانظروا الى ما يصير
tahqiqতাহকীক:তাহকীক চলমান