মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তাওবা অধ্যায়
হাদীস নং: ৪
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। এরপর সে তওবা করলে, পাপ কাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়। সে আরো গুনাহ করলে, সে কালো দাগ আরো বেড়ে যায়, এমনকি তার অন্তরে প্রভাব বিস্তার করে। সে জং-এর কথা আল্লাহ তাঁর কিতাবে উল্লেখ করে বলেছেন, "কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়েছে!" (সূরা আল মুতাফফিফীন, ১৪)
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نكتة سوداء (2) في قلبه فإن تاب ونزع (3) واستغفر صقل قلبه وان زاد زادت حتى يعلو قلبه ذاك الرين (4) الذي ذكر الله عز وجل في القرآن (كلا بل وان على قلوبهم ما كانوا يكسبون)