মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ১২
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়

পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১২. আবু ইসহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবূ হুরায়রা ও আবু সাঈদ খুদরী (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তাঁরা উভয়েই রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন; আল্লাহ্ তা'আলা রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে অবতরণ করে বলেন, কোন প্রার্থনাকারী আছে কি? কোন তাওবাকারী আছে কি? কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? কোন গুনাহকারী আছে কি? বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, এটা কি ফযর পর্যন্ত? তিনি বললেন, হাঁ।
كتاب التوبة
كتاب التوبة

باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي اسحاق (1) عن الأغر قال أشهد على أبي هريرة وأبي سعيد الخدري رضي الله عنهما انهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال ان الله عز وجل يمهل حتى يذهب ثلث الليل ثم ينزل (2) فيقول هل من سائل (3) هل من تائب هل من مستغفر هل من مذنب قال فقال له رجل حتى يطلع الفجر قال نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা