মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২৫
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার ধরণ এবং যে ব্যক্তি তাওবা করবে, কিভাবে করবে?
২৫. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গুনাহ থেকে তাওবা হলো, তওবা করবে, তারপর আর গুনাহের কাজে ফিরে যাবে না।
كتاب التوبة
باب ما جاء في كيفية التوبة وما يفعل من اراد أن يتوب
عن عبد الله (4) قال قال رسول الله صلى الله عليه وسلم التوبة من الذنب أن يتوب منه ثم لا يعود فيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৫ | মুসলিম বাংলা