মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ৪২
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী শুধু আমল দিয়ে তোমাদের কেউ মুক্তি পাবে না
৪২. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর রহমত ব্যতিত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনিও না? তিনি বললেন, আমিও না। তবে আল্লাহ্ তাঁর রহমত দ্বারা আমাকে পরিবেষ্টিত করবেন। একথা বলে তিনি তাঁর মাথার উপর হাত দিয়ে ইশারা করেন।
كتاب التوبة
باب قوله صلى الله عليه وسلم لا ينجي أحدكم عمله
عن ابي سعيد الخدري (2) قال قال رسول الله صلى الله عليه وسلم لن يدخل الجنة أحد إلا برحمة الله قلنا يا رسول الله ولا أنت؟ قال ولا انا إلا أن يتغمدني الله برحمته وقال بيده فوق رأسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান