মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ৪৪
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওহীদবাদীগণ আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং উম্মতে মুহাম্মদীর জন্য সুসংবাদ প্রসঙ্গ
৪৪. আবূ রাযিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাদের রব তার বান্দার নিরাশ ও নিঃস্ব অবস্থা দেখে হাসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ) আল্লাহ্ কি হাসেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আবু রাযিন (রা) বললেন, যে রব হাসেন, তিনি অকল্যাণময়ী হতে পারেন না।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط الموحدين من رحمة الله تعالى وفيه بشرى للامة المحمدية
عن ابي رزين (8) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ضحك (9) ربنا من قنوط عباده (1) وقرب غيره (2) قال قلت يا رسول الله أو يضحك الرب عز وجل؟ قال نعم قال لن نعدم من رب يضحك خيرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান