মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তাওবা অধ্যায়
হাদীস নং: ৪৬
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওহীদবাদীগণ আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং উম্মতে মুহাম্মদীর জন্য সুসংবাদ প্রসঙ্গ
৪৬. ফাদালা ইবন 'উবাদা ও 'উবাদা ইবন্ সামিত (রা) থেকে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা যখন মানুষের বিচার শেষ করবেন, তখন দু'জন লোকের বিচার অসমাপ্ত থেকে যাবে। তিনি তখন তাদের দু'জনকে জাহান্নামে পাঠাবার নির্দেশ দিবেন। তাদের একজন আল্লাহর দিকে তাকিয়ে থাকলে আল্লাহ্ বলবেন, তাকে ফিরিয়ে আন। তখন তাকে ফিরিয়ে আনা হবে। তাকে বলা হবে: তুমি তাকাচ্ছিলে কেন? সে বলবে: আমি আশা করেছিলাম যে আমাকে আপনি জান্নাতে প্রবেশ করাবেন। বর্ণনাকারী বলেন, তখন তাকে জান্নাতে পাঠাবার নির্দেশ দেয়া হবে, সে সময় লোকটি বলবে: আল্লাহ্ আমাকে এত অধিক দিয়েছেন যে, যদি আমি সমস্ত জান্নাতবাসীদের খাওয়ানোর ব্যবস্থা করি, তাহলে আমার কিছুই কমবে না। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন এ লোকটির কথা উল্লেখ করতেন, তখনই তার চেহারা আনন্দে ভরে যেতো।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط الموحدين من رحمة الله تعالى وفيه بشرى للامة المحمدية
عن عمرو بن مالك الجنبي (1) أن فضالة بن عبادة وعبادة بن الصامت حدثاه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا كان يوم القيامة وفرغ الله من قضاء الخلق فيبقى رجلان فيؤمر بهما الى النار فيلتفت احدهما فيقول الجبار تعالى ردوه فيردونه قال له لم التفت؟ قال ان كنت ارجو ان تدخلني الجنة قال فيؤمر له الى الجنة فيقول لقد اعطاني الله عز وجل حتى اني لو اطعمت اهل الجنة ما نقص ذلك ما عندي شيئا قال فكان رسول الله صلى الله عليه وسلم اذا ذكره يرى السرور في وجهه