মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(৪) 'উবাদাহ ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, সর্বপ্রথম আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেন কলম। এরপর কলমকে লিখতে নির্দেশ দেন। সেই মুহূর্তে কলম লিখতে শুরু করে – কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছু।
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ ও অন্যান্য।)
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ ও অন্যান্য।)
كتاب خلق العالم
كتاب خلق العالم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن عبادة بن الصامت (2) قال سمعت رسول الله صلى الله عليه آله وصحبه وسلم يقول أول ما خلق الله تبارك وتعالى القلم (3) ثم قال له أكتب (4) فجرى في تلك الساعة بما هو كائن الى يوم القيامة