মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(৬) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, যখন তোমরা আল্লাহ্ তা'আলার কাছে যাঞ্চা করবে (প্রার্থনা করবে) তখন ফিরদাউস প্রার্থনা করবে; কারণ ফিরদাউস হচ্ছে জান্নাতসমূহের মাঝখানে ও সর্বোচ্চ অবস্থানে, এর উপরে রয়েছে করুণাময় আল্লাহ্ তা'আলার আরশ; আর জান্নাতের নহরসমূহ সেখান থেকেই প্রবাহিত হয়
(এখানে শব্দ تَفَجَّرُ না تَنْفَجِرُ সে সম্বন্ধে আবূ আমের নামক জনৈক বর্ণনাকারী দ্বিধান্বিত ছিলেন)।
আবূ হুরাইরা (রা) থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ﷺ) উপর্যুক্ত বর্ণনা শেষে বলেন, এর উপর রয়েছে করুণাময়ের আরশ এবং সেখান থেকে প্রবাহিত হয়েছে জান্নাতের নহরসমূহ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(এখানে শব্দ تَفَجَّرُ না تَنْفَجِرُ সে সম্বন্ধে আবূ আমের নামক জনৈক বর্ণনাকারী দ্বিধান্বিত ছিলেন)।
আবূ হুরাইরা (রা) থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ﷺ) উপর্যুক্ত বর্ণনা শেষে বলেন, এর উপর রয়েছে করুণাময়ের আরশ এবং সেখান থেকে প্রবাহিত হয়েছে জান্নাতের নহরসমূহ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب خلق العالم
كتاب خلق العالم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن أبى هريرة (5) عن النبي صلى الله عليه وسلم قال إذا سألتم الله عز وجل فسلوه الفردوس، فانه وسط الجنة وأعلى الجنة وفوق (6) عرش الرحمن عز وجل ومنه تفجر أو تفجر أو تنفجر أنهار الجنة شك أبو عامر (احد الرواة) (وعنه من طريق ثان) (7) قال رسول الله صلى الله عليه وسلم فذكره (8) وقال فوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة