মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নাম প্রসংগ। উভয়টি এখনই বিদ্যমান
(৯) জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলের সাথে যোহর অথবা আসরের সালাতের কাতারে ছিলাম। হঠাৎ দেখা গেল রাসূল (ﷺ) কোন কিছু ধরার চেষ্টা করছেন, আবার (পরক্ষণেই) তিনি পেছনে সরে এলেন, লোকজনও পেছনে সরে এল। সালাত শেষে উবাই ইব্ন কা'ব (রা) জিজ্ঞেস করলেন, আপনি সালাতে এমন কিছু করেছেন, যা কখনও করেন না। (এর কারণ কী?) উত্তরে রাসুল (ﷺ) বলেন, আমার সম্মুখে ফলমূল ও তার শোভাসহ জান্নাত পেশ করা হয়। আমি সেখান থেকে আঙ্গুরের একটি গোছা তোমাদের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়াই। কিন্তু (তখনই) আমার ও সেই আঙ্গুরের মধ্যে আড়াল করে দেওয়া হয়। যদি আমি তা আনতে পারতাম, তাহলে আকাশ ও যমিনের মধ্যকার সবাই তা ভক্ষণ করতে পারতো, তারপরও তা সামান্যও কমতো না। এরপর আমার সম্মুখে দোযখ পেশ করা হয়। আমি যখন এর বিভীষিকাময় কালো ধোঁয়া দেখলাম তখন পেছনে সরে এলাম। সেখানকার অধিবাসীদের মধ্যে আমি যাদের দেখলাম, তারা অধিকাংশই সেই সব মহিলা, যাদের কাছে কোন আমানত (গোপন কথা) রাখলে তারা তা ফাঁস করে দেয়, তাদের কাছে কিছু চাওয়া হলে কৃপণতা করে, কিন্তু তারা (নিজেরা) কিছু চাইলে তা পেতে পীড়াপীড়ি করে। (হাদীসের জনৈক বর্ণনাকারী হুসাইন বলেন), যদি তাদেরকে কিছু প্রদান করা হয়, তবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমি সেখানে লুহাই ইবন আমরকেও দেখেছি, তার নাড়িভুড়ি বের হয়ে আগুনে জ্বলছে। আমি তাকে মা'বাদ ইব্ন আকছাম আল-কাবী সদৃশ দেখতে পেয়েছি। তখন মা'বাদ বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। সে তো আমার পূর্বপুরুষ, এই সাদৃশ্যের কারণে আমারও কোন ভয়ের কারণ আছে কি? রাসূল (ﷺ) বললেন, না। কারণ, তুমি মুমিন আর সে কাফির, সে আরববাসীকে মূর্তি পুজায় উদ্বুদ্ধ করেছিল।
(হাইছামী ও আহমদ)
(হাইছামী ও আহমদ)
كتاب خلق العالم
باب ما ورد فى خلق الجنة والنار وأنهما موجودتان الآن
عن جابر (4) قال بينما نحن مع رسول الله صلى الله عليه وسلم في صفوفنا في صلاة الظهر أو العصر فاذا رسول الله صلى الله عليه وسلم يتناول شيئا ثم تأخر فتأخر الناس، فلما قضى الصلاة قال أبى بن كعب شيئا صنعته فى الصلاة لم تكن تصنعه؟ قال عرضت على الجنة بما فيها من الزهرة والنضرة فتناولت منها قطفا (5) من عنب لآتيكم به فحيل بينى وبينه، ولو أتيتكم به لآكل منه من بين السماء والأرض لا ينقصونه شيئا: ثم عرضت على النار فبما وجدت سفعها (6) تأخرت عنها، وأكثر من رأيت فيها النساء اللاتي ان ائتمن أفشين (7) وان يسألن بخلن وان يسألن ألحقن (8) قال حسين (9) وإن وإن أعطين لم يشكرن، ورأيت فيها لحى بن عمرو (1) يجر قصبه (2) فى النار وأشبه ما رأيت به معبد بن أكثم الكعبى، قال يا رسول الله أيخشى على من شبهه وهو والد؟ (3) فقالا لا، أنت مؤمن وهو كافر، وكان أول من حمل العرب على عبادة الآوثان